Delivery Return: ডেলিভারি ম্যান থাকা অবস্থাই অবশ্যই প্রডাক্ট খুলে চেক করে নিবেন। পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন। কুরিয়ার চার্জ রিটার্ন করার সময় বাধ্যতামূলক। একান্তই প্রডাক্টে কোনো সমস্যা দেখা গেলে উপযুক্ত প্রমান দিয়ে রিটার্ন করতে হবে।
Refund: যদি অগ্রিম পেমেন্ট করে থাকেন। তাহলে রিকুয়েষ্ট এর ১-৩ ঘণ্টার মধ্যে তা দেওয়া হবে। তথ্য দিয়ে অবশ্যই সহযোগিতা করতে হবে।
[ বিঃদ্রঃ-100% শিউর না হয়ে অহেতুক অর্ডার করবেন না দয়া করে।পছন্দ না হলে ঢাকা সিটিতে 70,বাইরে 100 টাকা কুরিয়ার চার্জ দিয়ে ব্যাক করতে পারবেন! অযথা অর্ডার থেকে বিরত থাকুন, কারন আপনার মোবাইল নাম্বার এড্রেস ডিভাইস আইপি নাম্বার দেখা যায় ! ]